fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকআল জাজিরায় হ্যাকারদের ক্রমাগত সাইবার আক্রমণ

আল জাজিরায় হ্যাকারদের ক্রমাগত সাইবার আক্রমণ

গত কয়েকদিন টানা সাইবার আক্রমণের মুখে ছিল কাতারভিত্তিক মিডিয়া নেটওয়ার্ক আল জাজিরা। হ্যাকাররা ক্রমাগত হামলা চালিয়ে আল জাজিরার বিভিন্ন সংবাদ প্ল্যাটফরম ও ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে আল জাজিরা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওপর গত ৫ জুন থেকে ৮ জুন ক্রমাগত সাইবার আক্রমণ চালানো হয়। সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে ৬ জুন রাতে। তবে সব হামলাই প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।

আল জাজিরা বলেছে, তারা এ ধরনের সাইবার আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে। এ আক্রমণে আল জাজিরার ‘সাহসী ও অনুকরণীয়’ সাংবাদিকতা বন্ধ হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি।

উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েল-হামাস যুদ্ধ চলাকালে অবরুদ্ধ গাজা উপত্যকায় আল জাজিরার কার্যালয় থাকা জালা টাওয়ার বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। ১১ তলা ওই ভবনে কার্যালয় ছিল এপিসহ আরও কয়েকটি সংবাদসংস্থার। সূত্রঃ আল জাজিরা

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments