গত চব্বিশ ঘণ্টায় করোনা শনাক্তের দিক থেকে রাজশাহী ও খুলনা বিভাগ ঢাকা বিভাগকেও ছাড়িয়ে গেছে । সংক্রমণে এত দিন ঢাকা বিভাগ শীর্ষে ছিল। গত চব্বিশ ঘণ্টায় রাজশাহী বিভাগে ৮১৫ রোগী শনাক্ত হয়েছেন । দ্বিতীয় সর্বোচ্চ ৫৭৮ রোগী শনাক্ত হয়েছেন খুলনায়। তৃতীয় স্থানে থাকা ঢাকা বিভাগে রোগী শনাক্ত হয়েছেন ৫১৩ জন।
দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন ‘ডেলটা ভ্যারিয়েন্ট’ শনাক্ত হওয়ার পর সীমান্তের জেলাগুলোতে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে উদ্বেগ বেড়েই চলছে। অন্য জেলাগুলোতেও ধরনটি ছড়িয়ে পড়ছে।
সীমান্তবর্তী কয়েকটি জেলায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শয্যা সংকটে রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না কোনো কোনো হাসপাতালে। বিশেষ করে রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও যশোরের অবস্থা উদ্বেগজনক।
এদিকে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় আজ বিকেল থেকে ১৭ জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী সীমান্ত জেলাগুলোতে লকডাউন কার্যকর না করার সমালোচনা করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের অভিমত, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি আরও ১২ দিন আগে সীমান্তের সাতটি জেলায় লকডাউনের সুপারিশ করেছিল। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ স্থানীয় প্রশাসনের ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে বসে আছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগীর জায়গা না হওয়ায় শয্যা বাড়ানো হয়েছে। কিন্তু তাতেও রোগী ধরছে না। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ ১৫ নম্বর ওয়ার্ডকেও করোনা ওয়ার্ড হিসেবে ব্যবহারের কাজ শুরু করেছে। হাসপাতালটিতে গত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে রাজশাহীর ৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জের তিনজন রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন সাতজন, বাকিদের উপসর্গ ছিল।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত চব্বিশ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬, নওগাঁর সাত ও নাটোরের একজন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমে ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে স্বাস্থ্য বিভাগের উদ্বিগ্নতার কথা জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে নতুন করে দুই হাজার ৫৭৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে- ৪৯ জন।
গত চব্বিশ ঘণ্টায় যত সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন, তা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৮ এপ্রিল ৯৫৫ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা আট লাখ ২০ হাজার ৩৯৫ জনে পৌঁছাল।
গত চব্বিশ ঘণ্টায় করোনায় আরও ৪০ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনায় মোট ১২ হাজার ৯৮৯ জনের মৃত্যু হলো। এর বিপরীতে গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও দুই হাজার ৬১ জন সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্য দিয়ে করোনা সংক্রমিত মোট সাত লাখ ৫৯ হাজার ৬৩০ জন সুস্থ হয়েছেন।