fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধহেফাজত ইসলামের নেতাসহ ৩ জন গ্রেফতার

হেফাজত ইসলামের নেতাসহ ৩ জন গ্রেফতার

হেফাজত ইসলামের সহ দপ্তর সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। তাদেরকে  ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১১জুন) সকাল পর্যন্ত শহরের কান্দিপাড়া ও আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি দল কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সহ দপ্তর সম্পাদক ও জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হককে এবং অপর একটি টিম খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের মদদপুষ্ট বেড়তলা মাদ্রাসার সেক্রেটারি মো. আবুল কাশেম ভূঁইয়াকে আশুগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুজনই তাণ্ডবে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এছাড়াও আরো একজনকে গ্রেফতার করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৫৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments