হেফাজত ইসলামের সহ দপ্তর সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১১জুন) সকাল পর্যন্ত শহরের কান্দিপাড়া ও আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৫৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।