বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকার জনগণের মতামতের কোনো মূল্যায়ন করে না। এ সরকার ভোটেরও পরোয়া করে না। তাদের কাছে গণতন্ত্র না থাকলেই বা কী যায় আসে? তবে মনে রাখবেন, বাংলাদেশে এখনো বিএনপি আছে। আর বিএনপি নির্বাচনে অংশ না নিলে প্রার্থী পাওয়া যায় না’।
জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের কৃষি এবং শহীদ জিয়ার কৃষি বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নজরুল ইসলাম বলেন, ‘৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আর বিএনপি নির্বাচনে অংশ নিলে এতো গুম, খুন, অত্যাচারের পরও আগের রাতে ভোট করে ফেলতে হয়।’
বিএনপির এই নেতা দাবি করেন, ‘যদি মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। এমনকি কয়েক ঘণ্টাও যদি সুযোগ দেওয়া হয় তাহলেও তাদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই, এসব বুঝেই তারা আগেই ভোট করে ফেলে।’
অ্যাব’র আহবায়ক প্রফেসর রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের পরিচালনায় সংগঠনের সদস্য সচিব প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুনুর রশিদ, বিএনপি নেতা শিরিন সুলতানা, কৃষিবিদ প্রফেসর আব্দুল করিম, প্রফেসর গোলাম হাফিজ কেনেডি প্রমুখ বক্তব্য রাখেন।