পশ্চিম নাইজেরিয়ার জামফারা অঞ্চলে বন্দুকধারী ডাকাতদের হামলায় ৫৩ জন নিহত হয়েছেন।
শনিবার (১২ জুন) পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এই হামলার ঘটনা ঘটে মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা জুরমি জেলার কদাওয়া, কাওয়াটা, মাদুবা, গন্ডা সামু, সোলাভা ও আসসওয়া গ্রামে হামলা চালায়। তারা বাসিন্দাদের ওপর গুলি চালায়। ডাকাত দলটি কৃষকদের জমিতে গিয়েও তাদের ওপর আক্রমণ করে।
জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেছেন, শুক্রবার ১৪টি মরদেহ রাজ্যের রাজধানী গুসাউতে নিয়ে যাওয়া হয়েছে। হামলার পর ওই এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।’ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আরো ৩৯টি মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী শহর দৌরানে দাফন করা হয়েছে।
এই ঘটনায় জামফারার গভর্নর বেলো মাতোওয়ালে শুক্রবার একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি স্থানীয়দের আহ্বান জানিয়েছেন নিজেদের রক্ষা করা জন্য।