বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১৩ জুন) রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
রিটে ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করায় তাকে কেন সাজা দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
এছাড়া খালেদা জিয়ার সব শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের সব নথি হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।