fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবাংলাদেশঅপরাধ২০ হাজার ইয়াবাসহ আটক ১

২০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজার সদরের মেরিন সিটি এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এনামুল কবির (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-১৫)।

মঙ্গলবার (১৫ জুন) রাতে এ অভিযান চালানো হয়। আটক এনামুল কবির শহরের লাইট হাউসপাড়া এলাকার আলমগীরের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ২০ হাজার পিস ইয়াবাসহ এনামুল কবিরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে এনামুল সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

এনামুলকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments