fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবিনোদনকরোনায় আক্রান্ত হয়েছিলাম, একা একা সার্ভাইভ করেছিঃ ববি

করোনায় আক্রান্ত হয়েছিলাম, একা একা সার্ভাইভ করেছিঃ ববি

সবশেষ সৈকত নাসিরের ‘আকবর’ সিনেমার শুটিং করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এরপর দীর্ঘ দেড় বছরের বিরতি। এখন অবধি তাকে পাওয়া যায়নি সিনেমার কোনো শুটিংয়ে। তবে ইতিমধ্যেই তার অনেক সহকর্মী কাজে ফিরেছেন৷

ববির ভাষ্য, ‘করোনা পরিস্থিতি এখন যে ভালো তা কিন্তু নয়। আমরা প্রতিদিনই অনেক খারাপ সংবাদ শুনছি। যেহেতু আমি দেশে একা থাকি। তাই আমাকে নিয়ে আম্মার খুব ভয়। শুটিং শুরু করার কথা উঠলেই, আম্মার সরাসরি না। শুধু আম্মার জন্যই নয়, আমার নিজের মধ্যেও ভয় কাজ করছে। কারণ আমিও করোনায় আক্রান্ত হয়েছিলাম। একা একা সার্ভাইভ করেছি। অনেক কষ্ট হয়েছিল আমার। তাই আমিও চাই না, এই সময় শুটিংয়ে ফেরার।’

আপনার অভিনীত সিনেমাগুলোর কাজ তো আটকে যাবে? উত্তরে তিনি বলেন, ‘ঝামেলাটা তো ওখানেই। কয়েকটি বড় বাজেটের ছবি সাইন করে আটকে গেছি। “ভাগীরথী”, “রণযোদ্ধা”, “নায়িকা” সবকটিই ছবি বড় বাজেটের। বড় আয়োজনে এর শুটিং করতে হবে। অল্প কিছু লোকজন নিয়ে কাজ হবে না। ছবিগুলোর শুটিং কীভাবে করা যায়, সে বিষয়ে কথা হচ্ছে।’

তাহলে তো পিছিয়ে পড়বেন? উত্তরে ববি বলেন, ‘এখন যা অবস্থা তাতে পিছিয়ে পড়লেও কিছু করার নেই। করোনার কারণে পুরো পৃথিবীই থমকে গেছে। অনেক পরিবর্তন এসেছে। আমিও কিন্তু অস্থির হয়ে আছি কাজে ফেরার জন্য। কিন্তু পরিস্থিতির কারণে থমকে আছি।’

‘বৃদ্ধাশ্রম’ সিনেমা কবে মুক্তি পাচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, ‘করোনার কারণে এতদিন সবই তো বন্ধ ছিল। এখন আস্তে আস্তে সব স্বাভাবিক হচ্ছে। আশা করি, খুব শিগগিরই ছবিটি মুক্তি পাবে।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments