fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজধানীঅভিনেত্রী পরীমনির বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবেঃ ডিবি

অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবেঃ ডিবি

ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আলোচনায় আসা ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনির বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ ওঠার পর সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অল কমিউনিটি ক্লাবের ঘটনায় তদন্ত চলছে। প্রয়োজনে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ৮ই জুন ঢাকা বোট ক্লাবে গেলে সেখানে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা হয় বলে অভিযোগ করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। এই ঘটনায় গত সোমবার ছয়জনকে আসামি করে মামলা করেন তিনি। মামলার পর পুলিশ প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments