কদিন চুপচাপ ছিলেন। আবার ইনস্টাগ্রাম ওয়ালে সক্রিয় হলেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। তিনি লিখেছেন,বীজ বপন করো, ফসল ফলাও- এর দ্বারা তিনি কি বোঝাতে চাইছেন তা নিয়ে প্রশ্ন আছে।
আসলে নুসরাত এবং নিখিল পরস্পরের নাম না করে ইনস্টাগ্রামে যুদ্ধে মেতেছেন। এগুলি তারই ফলশ্রুতি কিনা তাই নিয়ে প্রশ্ন উঠেছে।
ইনস্টাগ্রাম ওয়ালে নুসরাত আরো লিখেছেন, মেয়েদের সবাই শক্তিশালী দেখতে চায়। কিন্তু, একটি মেয়ে যথার্থ শক্তিশালী হলে কেউ তা মেনে নিতে পারে না। নুসরাত নিজের অন্তঃসত্ত্বা অবস্থা নিয়ে কি এটা লিখলেন?
নুসরাতের অনাগত সন্তানের বাবা নিখিল জৈন নয় এটা জানার পর দুনিয়া অস্থির হয়ে উঠেছে নুসরাতের সন্তানের বাবা কে তা জানার জন্যে। তাই কি নুসরাতের এই পোস্ট?
এদিকে নিখিল জৈন আদালতে তাদের বিয়ের যে আনালমেন্ট চেয়েছেন তার শুনানি আগামী আগস্টে। শনিবার তুরস্কের বিয়ের দুবছর পূর্তি হচ্ছে। তার আগেই বিচ্ছেদের বাজনা।
নুসরাত কি যশ দাশগুপ্তর সঙ্গে সন্তান জন্মানোর আগেই নতুন জীবন শুরু করবেন। নাকি সিঙ্গেল মাদারের ভূমিকায় তাকে দেখা যাবে? ভবিষ্যৎ এই প্রশ্নের জবাব দেবে।