fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধকুড়িগ্রামে শিশু নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

কুড়িগ্রামে শিশু নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে নুরানী মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে গোলাম মোস্তফা (২৫) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার সজিব

অভিযুক্ত গোলাম মোস্তফা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফুলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বুধবার (১৬ জুন) উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আবু হোরায়রা নুরানী মাদরাসায় এ নির্যাতনের ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে বৃহস্পতিবার (১৭ জুন) সকালে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ ও নির্যাতনের শিকার শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আবু হোরায়রা নুরানী মাদ্রাসার শিক্ষার্থী শরিফুল ইসলাম সজিবসহ (১০) কয়েকজন শিক্ষার্থী ঘুমাচ্ছিল। এসময় শিক্ষক গোলাম মোস্তফা শিক্ষার্থীদের ঘুম থেকে ডেকে তুলে নিয়ে বেধড়ক মারপিট করতে থাকেন তাদের। এতে গুরুতর অসুস্থ হয় পড়ে সজীব।

ঘটনাটি যাতে জানাজানি না হয় সেজন্য শিক্ষার্থীদের মাদরাসার একটি কক্ষে আটকে রাখেন ওই শিক্ষক।

সন্ধ্যার দিকে আত্মীয়-স্বজনের মাধ্যমে সজিবকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সজিবের বাবা বাদী হয়ে হাফেজ গোলাম মোস্তফাকে আসামি করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে বৃহস্পতিবার (১৭ জুন) সকালে আদালতে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, শিশু নির্যাতনের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে আটক করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments