ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কসবা থানার একজন এসআই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কালামুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসআইয়ের নাম গোলাম মোস্তফা (৫৭)। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার পৈহারা এলাকার হাজী আলী আজমের ছেলে। কসবা থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শহীন বিষয়টি নিশ্চিত করে জানান, কালামুড়িয়া গ্রামে দায়িত্ব পালনের সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহন হন গোলাম মোস্তফা। তাকে উদ্ধার করে প্রথমে কসবা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মির্জা মো. সাইফ বলেন, ‘গোলাম মোস্তফাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া ডান পায়ে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালের জরুরি বিভাগে এক ঘণ্টা পর তার মৃত্যু হয়।