fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশঝালকাঠিঝালকাঠিতে নৌকা প্রতীকের দুই কার্যালয়ে আগুন

ঝালকাঠিতে নৌকা প্রতীকের দুই কার্যালয়ে আগুন

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের দুটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়াও একটি কার্যলায় ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যানপ্রার্থী ছোহরাব হোসেন বাবুল মৃধার তিমিরকাঠি এলাকায় নৌকা প্রতীকের একটি কার্যালয়ে গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এতে কার্যালয়ের ভেতরে থাকা পোস্টার, ছবি, ব্যানার ও আসবাবপত্র পুড়ে যায়। একই রাতে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের চারাখালী এলাকায় নৌকা প্রতীকের একটি কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে মালামালসহ কার্যালয়টি পুড়ে যায়।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেদ্র করে নৌকা প্রতীকের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা।

ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) প্রসান্ত কুমার দে জানান, নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও আগুনের ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিয়েছেন প্রার্থীরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসব ঘটনা তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments