কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় অভিযান চালিয়ে ভুয়া পাসপোর্ট, এনআইডি ও সীলমোহরসহ গ্রেপ্তার করে র্যাব-১৫ এর একটি অভিযানিক দল।
দীর্ঘদিন ধরে রোহিঙ্গাসহ স্থানীয়দের নামে নকল পাসপোর্ট ও এনআইডি তৈরি করে সরবরাহ করত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সিলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ সম্পাদনের অভিযোগে চৌকস এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, র্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একজন ব্যক্তি চকরিয়ার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামে নিজ বাড়িতে থেকে বিভিন্ন অনৈতিক কাজ (নকল পাসপোর্ট, নকল জাতীয় পরিচয়পত্র তৈরি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিলমোহর অবৈধভাবে নিজ দখলে রাখাসহ অন্যান্য) করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল বৃহস্পতিবার (১৭ জুন) রাত আড়াইটার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে চকরিয়ার সাহারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইজঘোনা গ্রামের মৃত নুরুল কবিরের ছেলে মো. ওসমান গনিকে (৩০) গ্রেপ্তার করে।
এ সময় উপস্থিত সাক্ষিদের সম্মুখে আসামির ঘরে তল্লাশি করে ৭টি ভিন্ন নামের বাংলাদেশি পাসপোর্ট, ৭টি ভিন্ন নামের জাতীয় পরিচয়পত্র, একটি জন্ম সনদ, অনৈতিক কাজে ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অবৈধ সিলমোহর উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ওসমান গনিকে শুক্রবার বিকেলে চকরিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় মামলা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।