fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনারাজধানীতে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

রাজধানীতে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর ধানমন্ডিতে সড়ক দূর্ঘটনায় বশির উদ্দিন তালুকদার (৪৪) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।গতকাল শুক্রবার (১৮ জুন) দিবাগত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই পুলিশ সদস্য মিরপুর ডিভিশনের এসি’র পেট্রলের বডিগার্ড ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে। কর্মস্থলের কাছাকাছি এলাকার একটি ফাঁড়িতে তিনি থাকতেন।

কনস্টেবল বশির হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিয়েছিলেন। গতরাতে কাজ শেষে সাইকেল চালিয়ে সেই ফ্যান নিয়ে আবার মিরপুরের দিকে ফিরছিলেন। পথে ধানমন্ডি ৭ নম্বার রোডের ঢাকা ব্যাংকের সামনে অজ্ঞাত কোনো যানবাহন তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এসআই পলাশ আরো বলেন, মৃতদেহের পাশে বশিরের সাইকেল ও ফ্যানটি পড়ে ছিল। খবর পেয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments