fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাবগুড়ায় বাস চাপায় শিশুসহ নিহত ৩, আহত ১৫

বগুড়ায় বাস চাপায় শিশুসহ নিহত ৩, আহত ১৫

বগুড়া মহাস্থানগড়ের হাতিবান্ধা নামক স্থানে বাসের ধাক্কায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থানগড়ের হাতিবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সকালে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ব্রিজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্থানে সোনাতলার জুম্মার বাড়ি থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বগুড়া আসার পথে রংপুরগামী আহসান এন্টারপ্রাইজের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়।

সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ, শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে।

শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments