বগুড়ার শিবগঞ্জে পেটিস খাওয়ানোর লোভ দেখিয়ে আট বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার কিচক ইউনিয়নের মল্লিকপুর ঠাকুর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম জাহিদ হোসেন শুভ (২৫)। সে একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, শুক্রবার সন্ধ্যা পোনে ৬টার দিকে জাহিদ হোসেন ওই শিশু কন্যাকে পেটিস খাওয়ানোর লোভ দেখিয়ে নিজেদের বাড়ির মাটির দোতালা ঘরের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেয়েটি চিৎকার দেয়। তখন তার চিৎকার থামানোর জন্য তাকে ২০ টাকার একটি নোট দিয়ে আবারও ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি আবার চিৎকার দেয়। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে জাহিদকে আটক করে জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে পুলিশ গিয়ে রাত সাতটায় দিকে জাহিদকে আটক করে।
তিনি আরও জানান, এই ঘটনায় রাতে মেয়েটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় তাকে (জাহিদ) গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১৯ জুন) সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।