fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িবিনোদননতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন শ্রাবন্তী

নতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নতুন প্রেমে মজে আছেন। প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিনকে নানাভাবে সাজিয়েছিলেন শ্রাবন্তী। হিরে বসানো প্ল্যাটিনাম আংটি দিয়ে প্রেমিককে চমকে দেওয়াই শুধু নয়, নিজের বাড়িতে পরিবার নিয়ে প্রেমিকের জন্মদিন উদযাপন করেছিলেন এই নায়িকা। জন্মদিনের সেই বিশেষ ছবি হাতে পেয়েছে আনন্দবাজার।

আনন্দবাজার বলছে, ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তীর বাড়িতে কালো পাঞ্জাবি পরে শ্রাবন্তীকে পাশে নিয়ে কেক কেটেছেন অভিরূপ। তাঁর পোশাকের রঙও কালো। ছোট ঝুলের জামা পরেছিলেন তিনি। শ্রাবন্তীর বোন স্মিতা চট্টোপাধ্যায়কে কেক খাওয়াচ্ছেন অভিরূপ। ছবিতে শ্রাবন্তীর বাঁ পাশে আছেন তাঁর মা। পরিবারে খুশির হাওয়া। এই ছবি থেকে স্পষ্ট অভিরূপকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে শ্রাবন্তীর পরিবার।

নতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন শ্রাবন্তী-অভিরূপ। শ্রাবন্তীর দেওয়া অংটির ছবি দিয়ে নেটমাধ্যমে অভিরূপ লিখেছিলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ।’ শ্রাবন্তীর ফটোশুটের ছবির নিচেও অভিরূপ লিখেছেন ‘ম্যাজিকাল’। সূত্র : আনন্দবাজার

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments