fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধ১০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

১০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের গোদারবিল বাইতুশ শরফ জামে মসজিদের পাশে সাইক্লোন সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে ১০ হাজার ১০০ পিস ইয়াবা, মাদক কারবারে ব্যবহৃত তিনটি মোবাইল ও একটি ব্যাটারিচালিত টমটম জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. শাকের (২৮)। তিনি টেকনাফের বড় হাবিব পাড়া এলাকার মৃত আব্দুল মুনাফের ছেলে। অপরজন একই এলাকার মো. কেফায়েত উল্ল্যাহ (২২)। তার বাবার নাম মো. আমিন।

টেকনাফ মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের গোদারবিল বাইতুশ শরফ জামে মসজিদের পাশে সাইক্লোন সেন্টারের সামনে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় শাকের ও কেফায়েত উল্ল্যাহকে আটক করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments