বিশ্বকাপ ক্রিকেটে নিজদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৩৩ রানে টার্গেটে ব্যাট করতে নেমে পরাজয়ের শঙ্কায় পড়েছে ইংল্যান্ড। ১৭৮ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ফলে জয়ের সুবাস পেতে শুরু করেছে লঙ্কানরা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ৩ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা। তৃতীয় উইকেটে ৫৯ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস।
আভিস্কা ৪৯ ও কুশল মেন্ডিস ৪৬ রান করে বিদায় নেন। এরপর আর কোনো ব্যাটসম্যান রানের দেখা পাননি। ইনিংস একাই টেনে নিয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তার অপরাজিত ৮৫ রানের ইনিংসের কল্যাণেই ৯ উইকেটে ২৩২ সংগ্রহ পায় লঙ্কানরা।
ইংলিশ বোলার জোফরা আর্চার ও মার্ক উড ৩টি, আদিল রশিদ ২টি এবং ক্রিস ওকস একটি উইকেট নেন।