লক্ষ্যটা এক কথায় পাহাড় সমানই। ৩৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩৩ রান করাও কম নয়। আর সেই পর্যন্ত যেতে পেরেই বাংলাদেশ ভাসছে প্রশংসায়র জোয়ারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট বিশেষজ্ঞরা একের পর এক পোস্ট, টুইট করে বাংলাদেশকে সাধুবাদ জানিয়ে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফির দলকে প্রশংসায় ভাসিয়ে তিনি টুইটারে লেখেন, ‘দারুণভাবে রান তাড়া করেছে টাইগাররা। আরও কিছুটা করতে হতো তাদের। তবে যা করেছে এজন্য গর্ব করতে পারে তারা। আসলে অস্ট্রেলিয়া একটু বেশি শক্তিশালী ছিল।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছেন টাইগাররা।