fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটমুশফিক-সাকিবদের বন্দনায়: হার্শা ভোগলে

মুশফিক-সাকিবদের বন্দনায়: হার্শা ভোগলে

লক্ষ্যটা এক কথায় পাহাড় সমানই। ৩৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩৩ রান করাও কম নয়। আর সেই পর্যন্ত যেতে পেরেই বাংলাদেশ ভাসছে প্রশংসায়র জোয়ারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট বিশেষজ্ঞরা একের পর এক পোস্ট, টুইট করে বাংলাদেশকে সাধুবাদ জানিয়ে যাচ্ছেন।

৩৮১ রান করার পরও খুব সহজে জিততে পারেনি অস্ট্রেলিয়া। ব্যাটসম্যানদের দৃঢ়তায় হারের ব্যবধানটা ৪৮ রানে এসে পৌঁছায়। মুশফিক-সাকিবদের বন্দনায় মেতেছেন বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরা। ব্যতিক্রম নন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফির দলকে প্রশংসায় ভাসিয়ে তিনি টুইটারে লেখেন, ‘দারুণভাবে রান তাড়া করেছে টাইগাররা। আরও কিছুটা করতে হতো তাদের। তবে যা করেছে এজন্য গর্ব করতে পারে তারা। আসলে অস্ট্রেলিয়া একটু বেশি শক্তিশালী ছিল।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছেন টাইগাররা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments