fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকমেসির আর্জেন্টিনা মাঠে নামছে প্যারাগুয়ের বিরুদ্ধে

মেসির আর্জেন্টিনা মাঠে নামছে প্যারাগুয়ের বিরুদ্ধে

কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

চলতি আসরে প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে পরাজিত করেছে শক্তিশালী উরুগুয়েকে। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে এই জয় আজেন্টিনাকে এনে দিয়েছে আত্মবিশ্বাস।

মেসিদের প্রতিপক্ষ প্যারাগুয়েও ছন্দে রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তারা বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে। তাদের সেরা দুই তারকা আলেসান্দ্রো রোমেরো ও অ্যাঞ্জেল রোমেরো আছেন দারুন ফর্মে। শেষ ম্যাচে রোমেরো এক গোল ও অ্যাঞ্জেল রোমেরোর জোড়া গোল করেছেন।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি সহজ হওয়ার কথা নয় মেসিদের। তবে ছন্দে থাকা মেসি দলের সতীর্থদের কাছ থেকে কিছুটা সহযোগিতা পেলে ম্যাচের ফলাফল আর্জেন্টিনার অনুকূলেই যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments