চলতি আসর শুরুর আগে মহাদেশীয় এই টুর্নামেন্টে প্যারাগুয়ের সঙ্গে খেলা ২২ ম্যাচের একটিতেও হারেনি আলবিসেলেস্তেরা। এবার সেই রেকর্ড ২৩-এ উন্নীত করলেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। ব্রাজিলের গারিঞ্চা মানে স্টেডিয়ামে কোপার গ্রুপপর্বের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা। আলেজান্দ্রো দারিও গোমেজের গোলে জয়টি পেয়েছে তারা।
একইসঙ্গে বি গ্রুপের প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত হলো মেসিদের। এ জয়ের সুবাদে দুই বছর পর টানা দুই ম্যাচে ক্লিনশিট তথা নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হলো লিওনেল স্কালোনির দল। আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
এর আগে ২০১৯ সালে পরপর দুই ম্যাচে চিলি ও মেক্সিকোর বিপক্ষে কোনো গোল হজম করেনি ১৪ বারের কোপা আমেরিকা জয়ীরা। মাঝের দুই বছরে আর টানা দুই ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি তারা।
দারুণ এক মাইলফলকে ছয়বারের বর্ষসেরা মেসির। এই ম্যাচে সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানোকে ছাড়িয়ে আলবিসেলেস্তেদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে মাশ্চেরানোর ম্যাচের সংখ্যা ১৪৭টি, প্যারাগুয়ের বিপক্ষে মেসিও জাতীয় দলের হয়ে খেললেন নিজের ১৪৭তম ম্যাচ। মেসির মাইলফলকের ম্যাচে আর্জেন্টিনার নায়ক পাপু গোমেজ। ক্লাব ফুটবলে আলো ছড়ালেও জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়ায় আক্ষেপ ছিল তার। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচেই আলো ছড়ালেন। ডি মারিয়ার পাস ধরে দারুণ ফিনিশিংয়ে করলেন জয়সূচক গোল।