সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৪৫ দশমিক ৭৪ শতাংশ।
এনিয়ে, জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬১ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ২৭৪ জন।
এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২৯ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ২০ জন করোনা পজিটিভ ও বাকীরা সবাই উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৩৯ জন ও আক্রান্ত হয়ে তিন জন ভর্তি রয়েছেন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭৮৬ জন। জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৯৯০ জন।