কুমিল্লার লাকসামে জিআরপি থানার পাশে পুলিশ অভিযান চালিয়ে চার হাজার ৬৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় ডিজে সোহেলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে রেলওয়ে জংশন জিআরপি থানাসংলগ্ন কলোনির পরিত্যক্ত ভবনে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলো— লাকসাম নৈরপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে ডিজে সোহেল, মনোহরগঞ্জ লাইলহরী গ্রামের মাফু আলমের ছেলে ফরহাদ হোসেন ও কিশোর সালাউদ্দিন মুন্না।
সিনিয়র সহকারী পুলিশ সুপার লকসাম সার্কেল মো. মহিতুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লাকসাম থানার পুলিশের একটি বিশেষ দল নিয়ে জংশন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিআরপি কলোনিতে একটি পরিত্যক্ত ভবনের ভেতরে লুকিয়ে রাখা পলিথিন বেগ পাওয়া যায়। সেখান থেকে চার হাজার ৬৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।