fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়আইন আদালতহেফাজতের ১৯ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

হেফাজতের ১৯ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

হেফাজতের ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৯ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন।

তিনি বলেন, ‘সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সময়ে সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে হুমকি দেয়ার ঘটনায় আজ (মঙ্গলবার) হেফাজতের ১৯ নেতার বিরুদ্ধে তিনি মামলা করেছেন। মামলাটি আদালত আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।’

অ্যাডভোকেট জিয়াউদ্দিন আরও বলেন, ‘আসামিরা ধ্বংসাত্মক, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও বিভিন্নপ্রকার অপপ্রচার করে এলাকার মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেন। তাদের অপপ্রচারের কারণে দেশ-বিদেশে এলাকাবাসীর সম্মান ক্ষুন্ন হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে সবার পক্ষে আমার মক্কেল মামলাটি দায়ের করেন।’

মামলায় আসামি করা হয়েছে, মোবারক উল্লাহ (৫৫), সাজিদুর রহমান (৫৪), আশরাফুল হাসান তপু (২৫), বোরহান উদ্দিন কাসেমি (৫০), মাওলানা আলী আজম (৫৪), মাওলানা এরশাদুল্লাহ (৪৫), মাওলানা জুনায়েদ কাসেমী (৪৫), মাওলানা নোমান আল হাবিবি (৪৫), মমিনুল হাসান তাজ (২৮), সোলেমান মোল্লাহ (৫৫), মাওলানা এনামুল হক (২৮), আবদুল হাকিম মাওলানা (৫৫), মাওলানা মঞ্জুরুল হক (৪৫), খালেদ মোশাররফ (২৫), মো. জোবায়ের আহমেদ, শাহরিয়ার আহমেদ শুভ, হোসাইন আহমেদ, মো. মিজানুর রহমান সোহাগ ও মোহাম্মদ কাওছার। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন ‘হেফাজতের ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৯ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments