খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় দ্বিতীয় দিনের মতো কঠোরভাবে লকডাউন চলছে। সেই সঙ্গে জেলায় আরও নতুন করে ১৮৪ জন করোনা আক্রান্ত হয়েছে।
আজ সকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানান।খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, সদর হাসপাতাল এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে খুলনার আটজন, যশোরের দুজন, বাগেরহাটের দুজন এবং নড়াইল জেলার একজন।
এসব হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেডিকেটেড হাসপাতালে ৬ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং সদর হাসপাতালের একজন মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা পিসিআর ল্যাব ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় জেলায় আরও ১৮৪ জন করোনা আক্রান্ত হয়েছে। পাশাপাশি ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩০ শয্যার বিপরীতে ১৫৬ জন এবং সদর হাসপাতালে ৭০ শয্যার বিপরীতে ৪৯ জন।