রাজধানীর মুগদায় ‘কিশোর গ্যাংয়ের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগার পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আবদুল আহাদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার কিশোররা ‘চাঁন-জাদু’ ও ‘ব্যান্ডেজ’নামে দুটি গ্যাংয়ের সদস্য।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মো. আবদুল আহাদ বলেন, আটকরা বিভিন্ন অনলাইন গেইমের নামে সমবয়সী কিশোরদের সংঘবদ্ধ করে জুয়া খেলতে উৎসাহ দেয়। এছাড়া তারা চুরি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত।
আবদুল আহাদ জানান, মতিঝিল এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘চাঁন জাদু’ গ্রুপ ও ‘ব্যান্ডেজ’ গ্রুপের সদস্যদের তালিকা করে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার কিশোররা বিভিন্ন স্থানে মারামারিতে লিপ্ত হত। রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করত।
দুটি গ্যাংয়ের গ্রেপ্তার ৫ সদস্যের বিরুদ্ধে মুগদা থানায় আলাদা দুটি মামলা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার।