খুলনায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে চলছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। লকডাউন বাস্তবায়ন ও মাস্ক পরা নিশ্চিত করতে র্যাব ও পুলিশকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
বুধবার লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্যবিধি না মানায় ৩০ জনকে ২৯ হাজার ৩৫০ টাকা জরিমানা ও দু’জনকে একদিন করে কারাদণ্ড এবং দুটি ইজিবাইক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
খুলনায় লকডাউনে বন্ধ রয়েছে বাস ও ট্রেনসহ গণপরিবহন, মার্কেট, দোকানপাট, শপিংমল, সাপ্তাহিক হাট এবং বেসরকারি অফিস।
তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজারের দোকান সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকছে।