নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট রূপালী চত্বরে ফের আওয়ামী লীগের দুপক্ষ পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে। বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু ও কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমানও ফেসবুক লাইভে এসে এ পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেন।
এ নিয়ে আবারও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী। আজ বিকালে বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভার করার ঘোষণা দেয় দুপক্ষ।
বুধবার রাতে দলের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখানে রাহাতের বাসা থানা থেকে ১০ ফুট দূরত্ব হলেও পুলিশের ভূমিকা রহস্যজনক। প্রতিবাদসভায় কোনো বাধা এলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান মঞ্জু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর বলেন, সব বিষয় প্রশাসন অবগত রয়েছে। আইনশৃঙ্খলার অবনতি হবে এমন কিছু কাউকে করতে দেওয়া হবে না। পর্যাপ্ত পুলিশ, মাজিস্ট্রেট মোতায়েন থাকবে ঘটনাস্থলে।