নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (১৫) নামে এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৩জুন) রাত ১১টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের দক্ষিন সাহাপুর গ্রামে মেয়েটির নানার বাড়িতে ওই ঘটনা ঘটে। মেহেদী হাসান পার্শ্ববর্তী বামনকোলা গ্রামের রবিউল করিমের ছেলে।
গুরুদাসপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মেয়েটির মায়ের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।