fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধকিশোরীকে যৌন নিপীড়ন, ৩ ভুয়া পুলিশ গ্রেফতার

কিশোরীকে যৌন নিপীড়ন, ৩ ভুয়া পুলিশ গ্রেফতার

ফেনীর দাগনভূঞায় পুলিশ পরিচয়ে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে তিন বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার (২৩ জুন) স্থানীয় সস্তা বাজার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ দেন ভুক্তভোগীর মা। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

গ্রেফতাররা হলেন-উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের নেওয়াজ মেম্বারের বাড়ির মো. জসিম উদ্দিনের ছেলে ইমদাদুল হক মিরাজ, মিরাজ মাহমুদ, উত্তর করিমপুর গ্রামের হাজী জমাদ্দার বাড়ির রহিম উল্যাহর ছেলে মিরাজ মাহমুদ ও আজিজ ফাজিলপুর গ্রামের সুকমল চন্দ্র দের ছেলে জনি চন্দ্র দে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৩ জুন সন্ধ্যায় ভাই মাহফুজল হক মিরাজের সঙ্গে স্থানীয় সস্তা বাজার মার্কেট থেকে বের হয় ওই কিশোরী। এসময় বখাটেরা পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন চালায়। পরে লোকজন আসতে দেখলে কিশোরীকে রেখে চলে যায় বখাটেরা।

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) প্রার্থ প্রতিম দেব জানান, মামলা রুজু হওয়ার পরপরই তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments