fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধনোয়াখালীতে বন্দুক ও গুলিসহ যুবক গ্রেফতার

নোয়াখালীতে বন্দুক ও গুলিসহ যুবক গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে অভিযান চালিয়ে সামছু উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।

এ সময় তার থেকে উদ্ধার করা হয় তিনটি একনলা বন্দুক ও ১২ রাউন্ড গুলি।

বৃহস্পতিবার রাতে চরএলাহী ক্লোজার ঘাট থেকে তাকে আটকের পর শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। আটককৃত সামছু উদ্দিন উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি দল চরএলাহী ক্লোজারঘাটে অভিযান চালায়। সেখানে তিনটি বন্দুক ও গুলিসহ সন্ত্রাসী সামছু উদ্দিনকে আটক করে তারা।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, সন্ত্রাসী সামছুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments