কোপা আমেরিকায় আজ শুক্রবার (২৫ জুন) বলিভিয়ার বিপক্ষে ২-০গোলের ব্যবধানে জয় পেয়েছে উরুগুয়ে। এ জয়ে তারা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। সঙ্গে পাঁচ ম্যাচ পর প্রথম জয়ের স্বাদ পেয়েছে লুইস সুয়ারেজরা। এ জয়ের আগে গত বছরের নভেম্বর মাসে বিশ্বকাপ বাঁছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ জয়ের মুখ দেখেছিল তারা।
ম্যাচটির ৪০ মিনিটের সময় বলিভিয়ার কুইরোনতেস আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় উরুগুয়ে। এরপর ৭৯ মিনিটের সময় এডিসন কাভানি গোল করলে জয় নিশ্চিত হয়ে যায় কোপার সবচেয়ে সফল দলটির। এদিকে ম্যাচটিতে উরুগুয়ে ২২ বার বলিভিয়ার জাল লক্ষ করে শট করে। যা ২০১১ সালের পর কোপায় কোন ম্যাচে সবচেয়ে বেশি আক্রমণ করার রেকর্ড।
উরুগুয়ে কোপার সবচেয়ে সফল দল হলেও, এবার তারা ভালো শুরু করতে পারেনি। প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল। এরপর চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে।