করোনাভাইরাসের টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এ টিকা দেশে পৌঁছাবে। শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, কোভ্যাক্স থেকে বাংলাদেশের মোট জনসংখ্যা ২০ শতাংশকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি আগে থেকেই ছিল। কিন্তু বৈশ্বিক সংকটের কারণে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা তারা সরবরাহ করতে পারেনি। গত মাসে ফাইজারের টিকার এক লাখের কিছু বেশি ডোজ তারা দিয়েছে। এখন মডার্নার টিকার আরও ২৫ লাখ ডোজ দেবে। সবকিছু ঠিক থাকলে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এ টিকা দেশে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চীনের টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সিনোফার্মের টিকাও কিছুদিনের মধ্যে আশার কথা রয়েছে। কী পরিমাণ পাওয়া যাবে, তা এখনও জানা যায়নি। তবে একটি লটের টিকা পাওয়া যাবে।
গত ৩১ মে কোভ্যাক্সের আওতায় ফাইজার-বায়োএনটেকের টিকার এক লাখ ৬২০ ডোজ দেশে পৌঁছায়। আর চীন থেকে উপহার হিসেবে সিনোফার্মের ১১ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। ওই টিকা নিয়ে নতুন করে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম আবারও শুরু হয়েছে।