fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২

ময়মনসিংহের ভালুকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুইজনের। আহত হয়েছেন আরও একজন। হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিশিন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। রাত একটার দিকে শেরপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি মিনি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।

স্থানীয় লোকজনের দেয়া খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের পেছন থেকে পিকআপটি বের করে। এছাড়া পিকআপের সামনের অংশ কেটে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পিকআপের চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments