মগবাজার ওয়ারলেসে গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪০মিনিটে মগবাজার প্লাজায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে দোতলা ভবন উড়ে গেছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
জানা যায়, ভবন ভেঙে সামনের রাস্তায় আজমেরী পরিবহন এবং আল মক্কা পরিবহন এর উপরে ছিটকে পড়ে। আশপাশে বিশাল সেন্টার, আড়ক ও রাসমণি হাসপাতালে কাচ ভেঙ্গে যায়। কি কারণে বিস্ফোরণ হয়েছে এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে এসি কিংবা গ্যাসের বিস্ফোরণ হতে পারে। ওই এলাকায় সকাল থেকে গ্যাসে সমস্যা ছিল।
তাদের অনেককে কমিউনিটি হাসপাতাল ও আদ দ্বীন হাসপাতালে নেওয়া হয়েছে। অনেকেকেই শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অমিত পাল জানান, তারা ৫০ জনকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে একজন শিশু ও পুরুষ মারা গেছেন। অনেককেই ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অধিকাংশের হেড ইঞ্জুরি। তবে কয়েক জনের থার্ড ডিগ্রি বার্ন রয়েছে।