fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িআন্তর্জাতিকবাংলাদেশআন্তর্জাতিক গণমাধ্যমে মগবাজারের বিস্ফোরণের খবর

আন্তর্জাতিক গণমাধ্যমে মগবাজারের বিস্ফোরণের খবর

ঢাকার মগবাজার ওয়ারলেসে গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪০মিনিটে মগবাজার প্লাজায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে দোতলা ভবন উড়ে গেছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। 

মগবাজারের বিস্ফোরণের ঘটনা নিয়ে বিবিসি, হিন্দুস্তান টাইমসসহ বহু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

বিবিসি ‘ঢাকার মগবাজারের ভবনে ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকার মগবাজারে একটি ভবনে এক ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত দু’জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে

ফায়ার সার্ভিস বলছে, যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, সেটি এখন ধসে পড়ার উপক্রম হয়েছে। তবে সেখানো কোন আগুন ধরেনি।

পুলিশের রমনা জোনের একজন কর্মকর্তা আজিমুল হক সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে তাদের ১৪টি ইউনিট এখন ঘটনাস্থলে কাজ করছে উদ্ধার কাজে সহায়তার জন্য। যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগ বাসের যাত্রী। এদেরকে পাশের কমিউনিটি হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

এই বিস্ফোরণের কারণ কী সে সম্পর্কে কর্তৃপক্ষ কিছু বলতে পারছেন না। যে ভবনে বিস্ফোরনে হয়েছে তার নিচে একটা রেস্টুরেন্ট ছিল।

‘ছুটির সন্ধ্যায় ঢাকার মগবাজারে বিস্ফোরণ, মৃত ৫, আহত ৫০’ শিরোনামে প্রতিবেদন করেছে হিন্দুস্তান টাইমস। তারা বলছে, ছুটির সন্ধ্যায় ঢাকার মগবাজারে আকস্মিক বিস্ফোরণ। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত ৫, আহত কমবেশি ৫০ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এই বিস্ফোরণ ঘটেছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের ইতিমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সন্ধ্যায় মগবাজারের ওয়্যারেলস গেট এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে।তীব্র শব্দে বিস্ফোরণের পর হঠাৎ আগুন লেগে যায়। একটি বৈদ্যুতিক তারের উপর কিছু একটা এসে পড়ে। তারপরেই আগুন ধরে যায়। ছবিতে দেখা গিয়েছে, একটি বাস পুড়ে প্রায় ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি বাড়িরও ক্ষতিগ্রস্ত। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকলের ১৩টি ইঞ্জিন।

প্রাথমিক ভাবে বিস্ফোরণের কারণ এখনও সামনে আসেনি। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এমনটাই ঢাকা পুলিশ সূত্রে খবর।

ইন্ডিয়ান র‍্যাগ প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘ঢাকার মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে ধসল তিনতলা বাড়ি, মৃত পাঁচ! সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা’

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) মগবাজারে (Mogbazar Blast)) বিকট এক বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। প্রাপ্ত খবর অনুযায়ী, এই বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা ৫০ পার করেছে।

স্থানীয় সংবাদবাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মগবাজারের ওয়ারলেস গেটে বিকট বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ফলে একটি তিনতলা বাড়ি ধসে পড়েছে। আশাপাশের কয়েকটি বাড়ির কাঁচের দরজা ও জানালা ভেঙে গিয়েছে। বিস্ফোরণের ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসও ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments