fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়আইন আদালত৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা কারাগারে

৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা কারাগারে

৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিন বাবু ওরফে বাবা বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এর আগে শনিবার বিকাল ৫টার দিকে নিউমার্কেট থানাধীন বাটা সিগন্যালে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট একজন আরোহীসহ মোটরসাইকেলআাটক করে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন নাজিম উদ্দিন বাবু। গাড়ির কাগজ তল্লাশি করতে গিয়ে সার্জেন্টের সঙ্গে বাবুর বাক বিতণ্ডা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।

মোটরসাইকেলসহ তাকে আটক করে নিউমার্কেট থানায় নেওয়া হয়। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে। তাকে রবিবার আদালতে হাজির করা হলে, জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য, নাজিম উদ্দিন বাবু হলেন ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম পিচ্চি হান্নানের শ্যালক। ২০০৪ সালে পিচি হান্নান র‍্যাবের ক্রসফায়ারে নিহত হয়। ২০০৭ সালে বাবু র‍্যাবের হাতে বিপুল পরিমান আাগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হয়। ওই সময় বাবু ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে ২০১৩ সালে র‍্যাব কাঁঠালবাগানে তিলকের গলিতে বাবুর বাড়িতে অভিযান চালিয়ে ৪টি বিদেশী আাগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ২০১৫ সালে গ্রিন রোডে ঢাকা টাওয়ারে বাবুর ব্যক্তিগত অফিসে ভ্রাম্যমান আাদালত অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। ভ্রাম্যমান আাদালত তাকে ৬ মাসের জেল দেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments