কাতারে সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন শিহাব (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার ভোরে দেশটির দুহাইল এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি। শিহাব দুই বছর পূর্বে কাতার যায়। সেখানে সে একটি কোম্পানির হয়ে তালাবাতে রাইডার হিসেবে চাকরি করতো।
শিহাবের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায়। তার মরদেহ বর্তমানে হামাদ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে মরদেহ দেশে প্রেরণ করতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন নিহতের ভাই শাওন।
শিহাবের ফেসবুক প্রোফাইলে দেখা যায়, সর্বশেষ পাবলিক পোস্ট হিসেবে ৫ মে প্রোফাইল ছবি আপডেট করেছিলেন তিনি। এর আগের দিন ৪ মে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, কাউকে দূর থেকে ভালোবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা।