fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবিনোদনসাদা-কালো ছবিতেও নেটমাধ্যমে আগুন জ্বালিয়ে দিয়েছেন পার্নো

সাদা-কালো ছবিতেও নেটমাধ্যমে আগুন জ্বালিয়ে দিয়েছেন পার্নো

চূড়ান্ত সাহসী পার্নো মিত্র! সপ্তাহের প্রথম দিন সোমবারে একটি ছবি দিয়েছেন তিনি নেটমাধ্যমে। সেই ছবিতে তাঁর বক্ষভাঁজ স্পষ্ট। একই সঙ্গে অভিনেত্রীর বসার ভঙ্গিও যথেষ্ট সাহসী। পা ছড়িয়ে টুলের উপর রানির মতোই তিনি বসে আছেন। পরনে টাইট জিনস, অন্তর্বাস স্টাইলের টপ। খোলা চুল, উজ্জ্বল ঠোঁট। সাদা-কালো ছবিতেও অভিনেত্রী নেটমাধ্যমে যেন আগুন জ্বালিয়ে দিয়েছেন।

ছবির সঙ্গে তাল মিলিয়ে বিস্ফোরক মন্তব্যও করেছেন তিনি। পার্নো যেন জানেন, এই ছবি দেখে কটূক্তির বন্যা বইবে। তাই আগেভাগেই মুখবন্ধে নেটাগরিকদের সতর্ক করেছেন, ‘জানি কটূক্তি করবেন। আপনাদের খারাপ মন্তব্যের দুর্গন্ধে ঘর ভরে যাবে। তাই আগেভাগেই রুম ফ্রেশনার এনে রেখেছি!’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments