দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আদালতের আদেশে নিজের এবং পরিবারের আটটি অ্যাকাউন্ট জব্দ করার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে দোষারোপ করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন।
আরও পড়ুনঃ মেয়র তাপসের বিরুদ্ধে সাবেক মেয়র সাঈদের অভিযোগ
মঙ্গলবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন খোকন। সাঈদ খোকনের এমন অভিযোগের পরই প্রতিক্রিয়া জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে তাপস বলেন, বিষয়টি মহামান্য আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। বিচারাধীন কোনো বিষয়ে কোনো ধরনের বক্তব্য ও প্রতি উত্তর দিতে নিরৎসুক।