চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মো. শাহাদাত হোসেন লিটন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাদাত হোসেন লিটন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের আবদুল রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার উপজেলার কুমিরা এলাকার সুলতানা মঞ্জিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার।
তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুত্বর আহত হন শাহাদাত। এ অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করা হয় বলে জানান তিনি।