বগুড়া শহরের মাটিডালী মোড়ে ট্রাভেল ব্যাগে বিশেষভাবে রাখা ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে বগুড়া র্যাব-১২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এ তথ্য জানান।
মঙ্গলবার ভোরে বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে নাটোর জেলার সইংড়া চাঁদপুর কলম গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. মাহবুব আলম (২৮) ও গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর বালুয়া হাসপাতাল এলাকার মইনুলের ছেলে মো. নাইম ইসলামকে (২১) আটক করা হয়।
এসময় তাদের কাছে থাকা ট্রাভেল ব্যাগ থেকে পলিথিনে টেপে মোড়ানো ৫টি প্যাকেটে ১০ কেজি গাঁজা, ৩টি মোবাইল, ৩টি সীমকার্ড এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।