fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১৫, শনাক্ত ৮৮২২ জন

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১৫, শনাক্ত ৮৮২২ জন

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৩ জন।

এদিকে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৮২২ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনে।

বুধবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৮ জুন দেশে করোনা ভাইরাসে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল আট হাজার ৩৬৪ জন। এছাড়া ওই দিন এই ভাইরাসে মারা গেছে ১০৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্ত ২৫ দশমিক ১৩ শতাংশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments