fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখুলনাসাতক্ষীরাসাতক্ষীরা হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ১৪

সাতক্ষীরা হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ১৪

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন স্বল্পতায় ৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭৪ জন এবং উপসর্গে ৩৫০ জনের মৃত্যু হলো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৯.০৩ শতাংশ। সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটিড হাসপাতাল ঘোষণা করা হলেও সেখানে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। অক্সিজেন সরবরাহ না থাকায় বুধবার রাতে আইসিইউ ওয়ার্ডে ভর্তি ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

রোগীর স্বজনদের অভিযোগ, বুধবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক ঘণ্টা সেন্টাল অক্সিজেন সরবরাহে বিপর্যয় দেখা দেয়। এসময় অক্সিজেন স্বল্পতায় চার করোনা রোগীর মৃত্যু হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা অক্সিজেন সংকটের কথা স্বীকার করে বলেন, চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ পাওয়া যাচ্ছে না। বুধবার সকাল থেকেই আমরা সংশ্লিষ্টদের বলেছি। কিন্তু অক্সিজেন পেতে পেতে রাত ৮টা বেজে গেছে। যে কারণে ওই সময়ের মধ্যে করোনা আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনের সাতক্ষীরায় কড়াকড়ি চলছে। রাস্তাঘাটে মানুষজনের চলাচল কম লক্ষ্য করা যাচ্ছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়ন করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments