দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সদরের ৩ জন এবং খানসামার ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭১ জনে। এছাড়াও জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ জন।
আজ বৃহস্পতিবার দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় ৩৯৫টি নমুনা পরীক্ষা করে ১৫১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮.২২ শতাংশ। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬১৯ জন। আর এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৬ হাজার ২৩৭ জন।