fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজবাড়ীতে ইউপি সদস্যের বাড়িতে ঢুকে গুলি, আহত ৩

রাজবাড়ীতে ইউপি সদস্যের বাড়িতে ঢুকে গুলি, আহত ৩

রাজবাড়ী জেলার পাংশায় ইউপি সদস্য নজরুল সরদারের (৪০) বাড়িতে ঢুকে করে সন্ত্রাসীরা। গুলিতে তিনিসহ তার স্ত্রী রুনা পারভীন (৩৫), পুত্র তামিম (৮) গুরুতর আহত হয়েছেন। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  রয়েছেন।

মঙ্গলবার ১২টার পৌনে দিকে উপজেলার সরিষা ইউপির পালেরডাঙ্গী নিজ গ্রামের বাড়িতে সন্ত্রাসীদের হামলার শিকার হন ইউপি সদস্য নজরুল সরদার। তিনি সরিষা ইউপির ৪নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত ইউপি মেম্বার। তার পিতার নাম মৃত লোকমান সরদার।

জানা গেছে, পালেরডাঙ্গী গ্রামের মৃত সহমত মণ্ডলের পুত্র সুকুমার মণ্ডলকে (৪১) গত সোমবার রাত ৮টার দিকে কে বা কাহারা মারধর করে। এ নিয়ে ইউপি সদস্য নজরুল ইসলামকে দোষারোপ করা হয়। তারই ধারাবাহিকতায় নজরুলের বাড়িতে সন্ত্রাসীরা তাণ্ডব চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মোবাইল ফোনে ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সোমবার রাতে কে বা কারা একই গ্রামের সুকুমার মণ্ডলকে মারধর করে। এ নিয়ে তাকে দোষারোপ করা হয়। এর পরিপ্রেক্ষিতে হঠাৎ গত মঙ্গলবার রাত পৌঁনে ১২টার দিকে ১০-১২ জনের অস্ত্রধারী সন্ত্রাসীদল তার বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীদের ছররা গুলিতে তার বাম বগলের নিচে ক্ষত হয়। তার স্ত্রী রুনা পারভীনের চোখমুখে এবং পুত্র তামিমের শরীরও ক্ষত হয়। বর্তমানে তারা তিনজনই   ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বৃহস্পতিবার জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করায় পরিবেশ পরিস্থিতি শান্ত আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং মোটিভ উদঘাটনে থানা পুলিশ তৎপর রয়েছে। আহত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তারা সুস্থ হলেই মামলা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, এ ঘটনায় গত বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এমএম শাকিলুজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। সূত্রঃ যুগান্তর

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments