সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে ৭ রোগীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
কমিটির নেতৃত্বে থাকবেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেরর মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহমেদ। এছাড়া দু’জন সদস্য হলেন ডা. সাইফুল্লাহ ও ডা. মারুফ।
এদিকে সামেকের তত্বাবধায়ক ডা. কুদরত ই খোদা আজ বিকেলে অক্সিজেন সঙকটে ৪ জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন।
তিনি জানান, অক্সিজেন সঙকটে ছিল না। কিন্তু প্রেসার কমে যায়। এরফলে সমস্যা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, কেন প্রেসার কমে গেল তার জন্য ডা. আরিফ আহমেদকে প্রধান করে ৩ সদস্যের কমিটিকে আগামি ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।