করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় শুধু রাজধানীতেই ১১৫৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের মোবাইল কোর্টে জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এছাড়াও ২৭৪ গাড়ির বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ৪ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম জানান, বিধিনিষেধ অমান্য করায় ‘ট্রাফিক বিভাগ, অপরাধ বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত মিলিয়ে এ সংখ্যক মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইয়েছে।
অপরদিকে র্যাব সারাদেশে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ৪০টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮২ জনকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব সদরদপ্তর।